সংগীত – সাধনার দেশে রে মন

লাবিব মাহফুজ

সাধনার দেশে রে মন
থাকো সারাক্ষণ,
দম স্মরণে, তার রূপ নয়নে
থাক নিরবধী কু রিপু দমনে,
ঘুচে যাবে তোর সকল আধার
তোর অন্তর হবে খোদার সিংহাসন।

স্থুল, প্রবর্ত, সাধক, সিদ্ধি
নয়ন পর্দা খুলে কর উপলব্ধি-
আপন ও পরিসর পাইবে বৃদ্ধি
অপরূপও রূপ তোমার হবে দরশন।

মায়ার শৃঙ্খলে বাধা তব আত্মধন
কর নিরুপন তোমার পর কে আপন!
মিথ্যা কুহকে কাটলো লাবিবের জীবন
অনন্ত রূপ নিহারে কেন আলায়তন।

রচনাকাল – 14/11/2013

আপন খবর