লাবিব মাহফুজ
হে নন্দ দুলাল হে ব্রজের রাখাল
মোর হৃদয় বৃন্দাবনে বাজাও বাঁশরী
আমি আকুলীনি রাধা সম শুধু কেঁদে মরি।
আমি মথুরার পথে ঘাটে চেয়ে থাকি নাথ
কবে আসিবে ফিরিয়া সখা ফুটিবে প্রভাত।
তব যুগলও চরণও, মোর মরমে করে ধারণ
আঁচলে বাধিয়া প্রাণ, পথে পথে ঘুরি।
আমি রাই কিশোরী সব গোপীনী লয়ে আজ
সাজায়েছি নিকুঞ্জবন, বাসরও মধুরও সাজ।
প্রেমেরও যমুনা তীরে আসো প্রিয় রাই বিহারে
কর নিত্য লীলা প্রভু, শ্রী রূপও ধারী।
রচনাকাল – 22/08/2019