লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
একটা সকাল কেনো আলোয় ভরাও
বাকী সকালগুলোকে করতে আধার,
এক জীবনে কেনো দাও এত ভালোবাসা
বাকী জীবনগুলো করে প্রেমহীন পাথার।
তোমার যত দান, তত কামনা বাড়ায়
জাগায় হৃদয় মাঝে শত জনমের তৃষা,
একবার পেলে হায়, জাগে শত হারানোর ভয়
নিরবধি আমাতেই রহো, হয়ে জীবন দিশা।
2.
কভূ তুমি ভালোবেসো না,
শুধু আমি ভালোবেসে যাবো,,
তুমি ভালোবাসিলে আমায়-
আমি ভালোবাসা কোথায় পাবো!
3.
এই অশরীরী অন্ধকার, অবয়বহীন শুণ্যতা
আমাকে ফিরিয়ে নেয় –
মহাকালের কোন এক গভীর নিস্তব্ধতায়।
যেথায় বাতাসে ভেসে বেড়ায় অজস্র জীবন
মৃত্যুর কুহেলিকায়!
আমি দেখে যাই সে রঙহীন স্বপ্ন,
আলো আর আঁধারের সন্ধিক্ষণ।
সাত সমুদ্রের মোহনায়!
4.
কত আশা করে বসেছিলাম ভাগ্যলিপি দেখবো বলে,
সে সুযোগ কই? এসেছি যে পথে সে পথে নিয়ত, যাচ্ছি চলে!
5.
স্মৃতির মিনারে মুরতী তাহার
দীপশিখা হয়ে জ্বলে উঠে বারে বার,
আমি চেয়ে থাকি অনিমেষে তাহার পানে-
প্রতিবার, প্রতিরূপে, বেধে আঁখিধার।
6.
তেমনি আজো ভালোবাসা মোর,
তোমাতে আমাতে মিলিয়া গাহিছে,
চিরকালের নিত্যসুর।
সেই আদী প্রভাতের মতো,
আমি ভালোবাসি অবিরত,
আমি সে সুর নিয়ত বাজাইয়া চলি,
প্রেমের দেউলে অনিবার,
আমি ভালোবাসি, চাই আরো ভালোবাসিবার।
7.
এতটুকু জীবন
তার এতখানি মায়া!
ভালোবেসে যাবো
শুধু এইতো পাওয়া!
8.
রজনীর সাগরতীরে চাতক হয়ে জাগি,
কি আশায়, কার যেনো প্রণয় পরশ লাগি!
9.
যেটুকু দেখা যায়,
সেটুকু আগলে রাখি
সকল ভালো দিয়ে,
কেউ কি জানে,
কেমন থাকি
অদৃশ্য টুকু নিয়ে!?
10.
এই সব ঘরে থাকা দিন,
ভালো থেকো, প্রিয়মুখ
প্রিয়জন!
লেখক – লাবিব মাহফুজ চিশতী