আপন ফাউন্ডেশন

Tag: সত্য

১০ – সত্য বড় তিতা ০১

একজন মানুষের অস্তিত্ব টিকে থাকে তার আত্মসম্মানবোধের উপর ভিত্তি করে। যার আত্মসম্মান নেই, তার মাঝে ব্যক্তিত্ব নেই।

কবিতা – সত্যপ্রাপ্তি

গভীর রাতে, পর্দা সরিয়ে বসেছিলাম, খোলা জানালাতে! ঝির ঝির মৃদু হাওয়ার কোলে, সৌরভস্নাত, উদ্ভাসিত, নয়নতারার আঁচলে।

প্রবন্ধ – সত্ত্বা র স্বতঃপ্রমাণ

পরম সত্ত্বা হতেই এ জগত সমুহ আগত, পরম সত্ত্বাতেই স্থিতি এবং পরম সত্ত্বাতেই পরিণতি- সেহেতু জগতে নিত্যময়তার বিরুদ্ধবাদী কিছু থাকাটা অসম্ভব।

প্রবন্ধ – আমার সত্য

ধ্যান সাধনার ফলে যখন বাহ্যিক চেতনা স্থবির হয়ে পড়ে, তখনই হৃদয়ে জাগ্রত হয় পরম সত্যে। তখনই উপলব্ধ হয় আমার সত্য, চির সত্য, সত্যের সুমহান দেশনা।