সংগীত – গহীন নদীর স্রোতে আজ

লাবিব মাহফুজ

গহীন নদীর স্রোতে আজ ময়ুরপঙ্খী নায়
পেখম বৈঠা হাতে তুলে মন ওপারে হারায়।

এ কূলে বিরহী কাঁদে, বাধা যে প্রাণ বিরহ ফাঁদে
এ উন্মাদে কেন বন্ধু দুরেতে লুকায় –
প্রাণ যখন বাধা প্রাণে, দুকূলের বিরহ সনে
কোন কাননে লুকাবে আর কোন অজানায়!
এ প্রাণ বাঁধা ও চরণের দায়।

অধরা ওপারের সখা, আমিহীনা দুরে থাকা
প্রাণ রাখা নয়নও মায়ায় –
এ পাড়ে বসিয়া দেখি, ও মুরতি হৃদে আঁকি
আজ একাকী খুঁজি তোমার প্রণয়!
এ প্রাণ সূদুর তো নয়।

হৃদয় অনঙ্গে যে সুর, তোমারী ছন্দ মধূর
কোন পারাবার তারে লুকাবে হিয়ায় –
ওপার দুরের দিশা, তারায় ভরা মায়ার নিশা
কেন দুরাশা পারে লুকাতে তোমায়!
তুমিতো জাগ্রত এ হিয়ায়।

রচনাকাল – 27/10/2018

আপন খবর