কবিতা – সত্যপ্রাপ্তি

লাবিব মাহফুজ

গভীর রাতে
পর্দা সরিয়ে বসেছিলাম, খোলা জানালাতে!
ঝির ঝির মৃদু হাওয়ার কোলে,
সৌরভস্নাত, উদ্ভাসিত, নয়নতারার আঁচলে।

কলাবতীর রঙিন শাখা দুলছে মৃদু হাওয়ায়
সন্ধামালতীর ঈষৎ গন্ধ, বাতায়ন ছোঁয়ায়।
নিরবে দেখছি উনমনমন উদাসীর মতো
জোৎস্নাস্নাত পল্লবিত ধরা নাইছে অবিরত!

চির প্রশান্ত ও সুরম্য মায়াবিনী ঝর্ণাধারার মাঝে
প্রাণময় মম ভাবোচ্ছাস, হৃদয়ে জোৎস্নাধারা সাজে।
হৃদয়ের সব কবাট আজিকে খুলে গেলো চারধারে
জোছনা সম তোমারী আবেশে, গেল এ হৃদয় ভরে।

আজিকে আমি পূর্ণ, বন্ধনগুলি গেলো খুলে
মায়া কুহকিনী, ত্যাজিয়ে জড়া, তোমারে লইবো কোলে।
প্রশান্ত সত্য সুন্দর এ লীলাখেলা
অবাঞ্ছিত নহে মোর প্রেম, মম হৃদয় দুয়ার খোলা।

জোৎস্নার মতোই শাশ্বত সুন্দর, ছিল আমায় ঘিরে
আজিকে হঠাৎ ত্যাজিয়ে কুহক, তোমারে পাইলাম ফিরে।

রচনাকাল – 03/01/2014

আপন খবর