উজ্জল শাহ
আকাশ পথে দিচ্ছে আযান
পরবি নামাজ আয়রে আয়,
এই কাবাতে করে ভক্তি
দেখ ছবি রূপময়।
যেদিন হলো কাবার গঠন, আযান ধ্বনি দেয় পিতৃধন
কল্যাণময় করিতে বাগান, হাত বাড়িয়ে চেয়ে রয়।
নিঃশর্ত সমর্পনে, কাবার ঘর নামাজি টানে
অনুরাগ হয় শুদ্ধ প্রেমে, নিগুম ঘরের খবর হয়।
জানবি যদি কাবার গঠন, ভেতরে তার রয় কোন রতন
করলে ভক্তি আইন মতন, কাবার চাবি হাতে পায়।
জ্ঞান দরজা খুললে পরে, পথ হারা আর হবি নারে
যেই পথে সেই পরোয়ারে, হাতটি ধরে পথ দেখায়।
চিনবি যদি সেই মোয়াজ্জিন, কাবার ঘর হয় যাহার অধীন
রত্ন পেয়ে হবি মমিন, নদীয়ায় বাধিবি ঘর।
ত্রিবেনীতে নজর করে, রসের আশায় থাকো পরে
উজ্জল কয় দেখ প্রেমের ঘরে, রূপ হতে রূপ বিশ্বময়।