প্রবন্ধ – আমার সত্য

লেখক – লাবিব মাহফুজ চিশতী

যতদূর প্রসারিত করা যায় দৃষ্টিকে- ততদূর মেলিয়া চাহিলাম!

সাত-আসমান হইতে সাত-জমিন অবধি শূণ্য-মহাশূণ্য, উর্দ্ধ-অধঃ, স্থুল-সূক্ষ, পাহাড়-পর্বত, তরুলতা-আদি, সাগর-মহাসাগর- অন্তহীন মহাসৃষ্টি তে- প্রতিটি দৃষ্টি আমার- জগতের পাষাণে-পাষাণে প্রতিঘাত হয়ে ফিরে ফিরে আসলো- একটি জায়গায়!

দৃষ্টিকে জগতের প্রতি অণু-পরমাণুতে নিক্ষেপ করলাম। দৃষ্টি আমার অসাড় ধ্বংসস্তুপ হতে প্রতারিত হয়ে ফিরে আসলো- একটি জায়গায়!

চিন্তার শক্তির বিস্তার- মানব সাধ্য ক্ষমতার পূর্ণরূপ- প্রস্ফুটিত করে খুঁজলাম। চিন্তা আমার থেমে আসলো – একটি জায়গায়!

জীবনের সকল অনিশ্চয়তা, সকল সংশয়, সকল দ্বিধা আজ বার বার প্রতারিত হয়ে খুঁজে পেল তার আপন সংশয়াপন্ন কদর্য সুরতটাকে। নয়নে প্রস্ফুটিত হলো তার আপন অন্ধবিশ্বাস আর সংস্কারের জঞ্জাল। জীবনের সকল অন্বেষণ আজ প্রতিদিক হয়ে প্রতারিত হয়ে ফিরে ফিরে আসলো – একটি জায়গায়!

সত্ত্বা আমার, যে কুহেলিকাময় সকল সংশয়ের চারপাশে অবস্থান নিয়ে এতদিন মগ্ন ছিলো অন্বেষার এক বৃথা মায়াস্তুপে, আজ সে সবকিছু হতে আঘাত প্রাপ্ত হয়ে চিনে নিলো সে জায়গাকে – যেথায় সকলে আসিল এতদিনে!

হৃদয়ে জেগে উঠল এক শক্তিমদের নৃত্ত কোলাহল! শুনতে পেলাম সে কোলাহলের মাঝে এক অনন্ত সুরধ্বনী-

অব্যয়-রূপ, আপন স্বরূপ, বিরাজিছে সর্বতটে
আপন প্রাণে লুকায়ে তারে, কেনো ঘুরিস ঘটে ঘটে!

রচনাকাল – 16/02/2015
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর