আপন ফাউন্ডেশন

সংগীত – ভবে প্রেম করা কি সবার ভাগ্যে হয়

Date:

Share post:

লাবিব মাহফুজ

ভবে প্রেম করা কি সবার ভাগ্যে হয়
যে কইরাছে মহাপিরিত, তার নাইরে মরণের ভয়।

প্রেমের লাগি কত মাজনুন
ছাইড়াছে বাদশাহী আসন,
জড়াইয়াছে গায় ছেড়া ভুষণ
সে প্রেমের স্বরূপ কোথায়।

কত শত মহাজ্ঞানী
ছাড়িয়া ধন দৌলত মানি
পথে পথে ঘুরে জানি
কি তার মনে চায়।

যে দেইখাছে প্রেমের ঐ রূপ
দুনিয়ায় ছাইড়া আধার কূপ,
প্রেমেতে হইয়া আশেক
ও সে নিরুদ্দেশ কোন ভরসায়।

লাবিব না পাইয়া সে প্রেম
আধারেই কাটালো জনম,
হলোনা মোর সাধন ভজন
না জানি কি হয় মোর উপায়।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles