কবিতা – অধিকার

লাবিব মাহফুজ

প্রেমে যদি প্রিয়, না থাকো আমার
শক্তিতে বাঁধিবো!
সে বাঁধন যদি, ছিড়ে ফেলো কভূ
চরণে জড়ায়ে কাঁদিবো!

মরিবো প্রিয় মরিবো আমি
কিঞ্চিৎ হারালেই!
আঁচলে ফাঁসি পড়িবো গলায়
অনুক্ষণ ত্যাজিলেই!

চিরকাল মোর চিঁদাকাশে প্রিয়
ধ্যানের মৃণালে জেগে রবে!
সাধনায় মোর, স্বরূপ-সায়রে
থেকো, মহিমায়! বিভবে!

রচনাকাল – 27/08/2022

আপন খবর