আপন ফাউন্ডেশন

Tag: প্রবন্ধ

প্রবন্ধ – নর সুন্দর

হে মানব! তব পদরজধূলি ধরার প্রতি প্রস্তররেণুতে তোলে মহাপ্রেমের জাগরণ। ধরার ফুলে-ফলে বুলবুল প্রণয়ে ভাসে তোমার বাঁশরীর তান। হে নর সুন্দর।

প্রবন্ধ – নব নির্মাণ

জীবন-সিন্ধু মন্থন করিয়া অঞ্জলী ভরিয়া নাও মহাপ্রেমের অমৃত। জীবন দুয়ারে স্বাগত জানাও জাগরণকে। ওঠো কালনিদ্রা ত্যাজিয়া। জেগে উঠুক নব নির্মাণ।

প্রবন্ধ – ইনছানিয়াতের অনুসরণ

ইনছানিয়াতের অনুসরণ এর মাধ্যমে মানবাত্মার মানবধর্ম কায়েম হলেই বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হবে শান্তি।প্রতিটি মানুষ বাস করবে খান্নাছমুক্ত আত্মায়।

প্রবন্ধ – আমার সত্য

ধ্যান সাধনার ফলে যখন বাহ্যিক চেতনা স্থবির হয়ে পড়ে, তখনই হৃদয়ে জাগ্রত হয় পরম সত্যে। তখনই উপলব্ধ হয় আমার সত্য, চির সত্য, সত্যের সুমহান দেশনা।

প্রবন্ধ – অনন্ত উন্মাদনা

উত্থান পতনে গড়া এই জীবন। যে জীবন এর নিত্যসঙ্গী দৈন্য-হতাশা, হাহাকার আর ব্যার্থতার পূঞ্জীভূত অভিমান। জগতে সেই সফল যার আছে অনন্ত উন্মাদনা ।

প্রবন্ধ – মহাজীবনের সুরধ্বনী

প্রেম লীলা বৈচিত্রের এ জগতে যে আত্মা সমূহ স্থিত রয়েছে স্বীয় স্বকীয়তায়, ধরে রেখেছে নিজেকে, হারিয়ে যেতে দেয়নি - তারাই টিকে আছে মহাকালের এ চিরন্তন খেলায়। তারাই জগতের পূর্ণ মানব, পূণ্যাত্মা। তারাই জগতের মূলাধার। তারাই প্রভুর মূর্তরুপ।