লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. আপন হৃদয়কে উচ্চ করতে করতে আকাশের মতো করে গড়ে তুলতে হবে। হতে হবে আকাশের মতোই নির্লিপ্ত অথচ সর্বত্র পরিব্যাপ্ত। একেই বলে মহাজীবন।
2. তুমি তখনই সুন্দর হবে যখন তোমার আপনত্বকে করতে সক্ষম হবে ‘তুমি যা তাই”।
3. তোমার সত্যই জগতের একমাত্র সত্য। সে সত্যে নিষ্ঠাবান হও।
4. আত্মাকে নিষ্কলুষ করো। তবেই আত্মার মাঝে পরম সত্ত্বার ডাক শুনতে পাবে।
5. আলোক স্পর্শ করতে চাইলে তোমাকেও পরিণত হতে হবে আলোয়।
6. আপনার শক্তি তে অবহেলাই কাপুরুষত্ব।
7. জ্ঞানকে যে অস্ত্র জেনেছে, তার অখন্ড কালের পরম জ্ঞানই মানব মুক্তির জন্য যথেষ্ট।
8. মানব মানস গগনে এক অন্তহীন গভীর বিজন কুঠরী হতে যখন মানব মনে নাযিল হয় আসমানী জ্ঞান, সে জ্ঞান অনুসরন ব্যাতিত কোনো মানুষই কাঙ্খিত মুক্তি লাভ করতে পারে না।
9. সৃষ্টি জ্ঞানের রহস্যের পর্দা যতক্ষন উন্মোচিত না হবে, ততক্ষন জীবন দর্শন অধরাই থেকে যাবে।
10. জাত জগত আর রূপ জগতে আসা যাওয়ার মাঝেই নির্ধারন করে নাও তোমার কর্মপন্থা।
লেখক – লাবিব মাহফুজ চিশতী