কবিতা – প্রভাত প্রার্থনা

লাবিব মাহফুজ

চাঁদের আলো যেমন লুকায়
দিনের পসার টানি,
তেমনি কি গো হিয়ার কথা
লুকাও অভিমানি!

ভালোবাসি! বললেই তো হয়
রাত্রি জাগার ইতি,
বাহিরে যেমন ফুটিছে প্রভাত
হিয়ায় ফুটুক প্রীতি।

না বলা ব্যাথাখানি
করুন সজল ঐ আঁখির কোণে –
দেয় নিতি হাতছানি!
বলো ভালোবাসি! ওগো অভিমানি!

রচনাকাল – 09/11/2017

আপন খবর