লাবিব মাহফুজ
চলেছি অন্তহীন মায়াবতী তীরে
পদ্মা ইছামতী শত ধারা দিয়ে পাড়ি,
জীর্ণ একখানি ছোট নৌকা করে
নৌকা সেতো ঢুলি ঢুলি, পড়ি পড়ি!
কত সে শ্যামল ধাম, বন বনান্তর ধেয়ে
আগায় তরী, চলছি আমি অজানা উদ্দেশ্যে,
বিশ্রামহীন বৈঠাখানি, চলছি বেয়ে বেয়
কল্পনা লতা ধীরে ধীরে বাড়ে, ভয়হীন নিরুদ্দেশে।
জানিনা মোর কোথায় অন্ত, গন্তব্য পুরী
কোথার ঠেকবে জীর্ণ তরী মোর, কোন চড়ায়,
জানিনা কোন সিদ্ধি করে শিরোপরি
ভাসিয়েছি অকূলে নাও আধার মায়ায়।
আশাহীন নির্লিপ্ত বদ্ধ নয়নে
শীতোষ্ণসুখদুঃখেষু ভয়, নাই জড়া নীড়ে,
অচেনা কোনসে অমূল্য পানে
চলেছি ভেসে কাঙাল বেশে, সকল বন্ধন ছিড়ে।
জানিনা কোথায় শ্রান্ত হবে মোর
এ চলা-পথ! কোথায় ফুরাবে অনিশ্চিত মোহধারা,
তবু ডেকে বলি মোরে, সাবাশ শক্তিধর
চলেছ লক্ষ্যপানে, প্রেম তরঙ্গে, ছাড়িয়া মায়াধারা।
রচনাকাল – 20/07/2014