লেখক – লাবিব মাহফুজ চিশতী
মাশানি রূপেতে কোরান, শুন এবার বলি তার শান
নূর কোরান হয় সুরতে আহসান, বাদী মন
নূর কোরান হয় সুরতে আহসান।
তিরিশ হরফ কোরান খানি, হচ্ছে নাযিল দিনরজনী
সাবআ মাশাানি কালাম, কোরানে সন্ধান –
আল ফাতিহার মর্ম জেনে, দেখো কোরান রূপ দর্পনে
দেখবি তথায় সাত পাঁচের বিধান।
আলিফ লাম মীম তিন দরোজায়, পনেরটি হরফ সাজায়
জালিকাল কিতাব বলিয়া, দিতেছে প্রমাণ –
ওয়াজেব হতে এমকানেতে, কোরান প্রকাশ এই জগতে
আয়াত দেখো এই দেহ ভূবন।
জ্ঞান অন্ধ দিন কানার দলে, কাগজেরে কোরান বলে
আসল কোরান না চিনিয়া, হইল নাফরমান –
লাবিব বলে গুরুধ্যানে, কোরান চিনো বর্তমানে
জিন্দা কোরান ঐ মুর্শিদের চরণ।
রচনাকাল – 02/05/2025
লেখক – লাবিব মাহফুজ চিশতী