লাবিব মাহফুজ
শ্যামের আরতী সাঁঝে হয়ে প্রজাপতি রাই
দিশাহারা মন, কৃষ্ণ অনুরাগে
চঞ্চল আঁখিদীপে, শ্রীরূপ জাগে
আকুলিনী আমি ওগো ছুটিয়া বেড়াই।
ও অঙ্গ পরশনে রেখো বুকে ধরে
প্রাণ সখার ঘ্রাণ মন নিত্য আদরে।
প্রিয় অভিরাম, পরশে মরম
অঙ্গে রাখিও সখা যতনও করে।
অবলা প্রাণ মোর ভাবেতে মজিতে
চাহি তাই কৃষ্ণরথে নিজেরে সাজাতে।
প্রজাপতি হয়ে মন, করিবো শ্যামের কীর্ত্তণ
ঘুরিবো শ্রী বৃন্দাবন, হেরী নিত্য কানাই
ভজিবো শ্যামেরে হয়ে প্রজাপতি রাই।
রচনাকাল – 10/07/2020