লাবিব মাহফুজ
সাজাব তোমায় আমার নয়ন সুধায়
মুরারী মোহনও রুপে হৃদয়ও আয়নায়।
গড়িয়া লইব ও রুপ শ্রী রুপ করে
শ্যামেরও বিরহী সেজে চরণও ধরে
মুররী হস্তে দিয়া মাতাইব আপন হিয়া
অপরুপের সুধা পিয়া প্রাণ যমুনায়।
ত্রিভঙ্গ রুপও তোমার সাজাইয়া প্রাণে
অশ্রু চন্দন মাখিব রাঙা শ্রী চরণে
রুপের পসারে প্রিয়া মৃদঙ্গ তালে নাচিয়া
জুড়াইবে এ নয়ন ব্যাকুল হৃদয় ।
রচনাকাল – 26/10/2018