লেখক – লাবিব মাহফুজ চিশতী
কেমন করে গাইবো তোমার শান, নবী মহিয়ান
কেমন করে গাইবো তোমার শান।
পুশিদাতে গঞ্জজাতে, এলেম হেকমত লইয়া সাথে
ছিলে তুমি গোপনের গোপন,
তথায় সৃষ্টির হয় সূচনা, আহাদ নূরী তার নমুনা
নূর চূয়ায়ে হইল পাঞ্জাতন।
অচেতন চেতন হইল, আহমদ নাম ধারণ করিল
জগত হইল নূরে নূরীতন।
নবীর পঞ্চঅঙ্গে পঞ্চশক্তি, নুক্তাতে করিয়া নিক্তি
পঞ্চজাতে হইলে প্রকাশন,
পাঁচটি নূর ঝড়িয়া পড়ে, পঞ্চ অজুদ পয়দা করে
পাঁচ কলেমা, পাঁচ খুটির ঈমান।
লাবিব বলে গুণমনি, জগত জুড়ে নূর নিশানী
আদি মূল নবী নিরাঞ্জন।
রচনাকাল – 05/05/2025
লেখক – লাবিব মাহফুজ চিশতী