লেখক – লাবিব মাহফুজ চিশতী
কলেমাতে খুঁজলে পাবি নিরাঞ্জন –
কলেমাতে খুঁজলে পাবি নিরাঞ্জন।
আহাদ মুখফি কলেমাতে, পঞ্চ আলম নূরীতন।
পঞ্চস্তরে এ ব্রহ্মান্ড কলেমায় জমা
কামেল গুরু দেখাইবে পাঁচ ভাগে কলেমা।
মান আরাফায় তাহার সীমা
অজুদ কলেমা এ ভূবন।
কামেল মুর্শিদেরী সঙ্গ আগে ধরো
তাঁর কৃপা হলে দেখাইবে কলেমার বারো।
আঠারো হাজার আলম মজুদ
কলেমার মাঝে রয় গোপন।
বাবা হিমেল শাহ হয় কলেমার মাজহার
যার চরণ তলে প্রকাশ নিত্য আব হায়াত কাওসার।
অধম লাবিবের মিনতী এইবার
কৃপা বিন্দু করো দান।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 08/05/20258