লেখক – লাবিব মাহফুজ চিশতী
দোযখে নাই ভয় কোনো আর, আশা নাই তোর বেহেশতের
আমিযে দিওয়ানা হয়েছি আমার মুর্শিদের প্রেমের।
গঞ্জজাতে ছিলাম যখন আমার মুর্শিদের সনে
প্রেমাবেশে, মধূর রসে, নিত্য বৃন্দাবনে।
ওরে স্বভাব দোষে এ সমরাঙ্গনে, হইলাম জাহের।
ওরে চ্ছিন্নবীণায় বাজে যেমন, বিরহেরী তান
আমার অন্তরবীণায় বাজে তেমন, বিচ্ছেদেরী তান।
আমি বৃন্তচ্যূূত কলি যেমন, ওলী শূণ্য পূষ্পহার।
ভয় নাই আমার দোযখ আজাব, নাই বেহেশতের আশা
প্রাণে চাই শুধু মোর প্রাণ গোবিন্দ, না কইরো নিরাশা।
অধম লাবিবের আকুল পিপাসা, পদে রেখ নিরন্তর।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 26/05/2025