লেখক – লাবিব মাহফুজ চিশতী
আমি মায়াবাসী, মায়াফাঁসি, গলে আমার দিবানিশি
মায়াশশী হৃদয়ও মাঝার –
কেমনে হবো মায়ানদী পার।
যতই আমি বাঞ্ছা করি ত্যাজিবো মায়া
ততই গলে আঁটে ফাঁসি বড়ই নিদয়া
মায়াস্রোতে যাই ভাসিয়া, মায়া পারাবার।
মায়ামোহে মায়াগৃহে কাটে দিনরজনী
জীবন বেলা সাঙ্গ হয়ে ঘনায় যামীনি
তবু মায়ার ঘানি টানি, হলাম বেকারার।
মায়ার জালে বন্দী জীবন, মুক্তি দুরাশা
দয়াল গুরু তব কৃপা বিনে, নাই আর ভরসা
মায়ামুক্তি লাবিবের আশা, করো মায়াপার।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 20/05/2025