লাবিব মাহফুজ
যে রহে মোর সকল ব্যাপী, কি করে তাহারে ভুলি
আমার দেহ-মন-প্রাণে, যে রহে সর্বক্ষণে
রহে আধারে প্রদীপ জ্বালি।
আমার আধার আকাশে যার জ্যোতিধারা চিরকাল
চন্দ্র সূর্য্য হয়ে নিতি মোরে, করিতেছে উজ্জল।
যার করুণা আমায় বাঁচাইয়া রাখে, জ্বেলে আশীষ দীপালী।
কি করে তাহারে ভুলিব আমি, যে মোর নয়ন জুড়ে
সদা জেগে রয় অনুভবে মোর আমার হৃদয় পুরে।
সে আমারে নিত্য করিতেছে দয়া, দিয়ে প্রেমও পূজাঞ্জলী।
কভূও তাহারে ভুলিব না গো, জিবনে কখনো আর
চরণে তাহার জড়াইলাম মোর জিবন পুষ্পহার।
তারে বাধিব আমার হৃদয় বাসরে, দিয়ে অনুরাগ অঞ্জলী।
রচনাকাল – 08/10/2019