লাবিব মাহফুজ
এক ঘনীভূত নৈঃশব্দ্যে আমি
বার বার চমকে উঠি
দু’কূল প্লাবিত কিছু ভাবনা
উড়ে যায় দিগন্তে।
কল্পনার তটে নির্মমভাবে আছড়ে পড়ে হাহাকার-
পড়ে থাকে, বেলাভূমিতে এক অজ্ঞাত পালক!
এক অশরীরী শূণ্যতা ভর করে
রাতের শরীর জুড়ে
বিচ্ছিন্নতার উৎসবে বেজে চলে
সকরুন ভায়োলিন।
নিঃস্পন্দ প্রাণ খুজে ফেরে ফেলে আসা হৃৎপিন্ড
আমি তো বিরহেরই – অযাচিত পরিব্রাজক!
তবু জগতের যাতনারাশিতে
জমাট হতাশায়- শব্দায়িত হোক-
“ভালোবাসি”
রচনাকাল – 17/05/2019