সংগীত – সে এমন করে ডাকে আমায়

লাবিব মাহফুজ

সে এমন করে ডাকে আমায় রইতে নারি ঘরে
সকল ফেলে ছুটে আসি প্রাণবন্ধুর বাসরে।

বন্ধু আমার প্রেমের মহাজন
সে এশকে মাওলায় বসে আছে, লয়ে প্রেমোধন।
তোরা যাবি যদি ও রূপ কানন, চলো ত্বরা করে।

বন্ধু আমার প্রাণের শ্যামকালা
ও সে প্রাণ হরিয়া প্রেমাবেশে, জুরায় সব জ্বালা।
তোরা দেখবি যদি রূপের খেলা, চল মাওলার শহরে।

বন্ধু আমার অনাদী মহান
লাবিব তাহার দাস হইয়াছে, দিয়া মন প্রাণ।
আমার মতো চাইলে মরণ, ভালোবাসো তারে।

রচনাকাল – 02/12/2020

আপন খবর