আপন ফাউন্ডেশন

সংগীত – অবসান তোর হইল বেলা

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

অবসান তোর হইল বেলা, আর কতকাল করে হেলা
ভূলে রইলি বিষয়ও মায়ায়, বেলা চলে যায়।

মানব রূপে আইলি ভবে, মজিলি এই ভবার্ণবে
দিনে দিনে জীবন বেলা, হইল অস্তপ্রায়।
এসেছিলি কড়াল দিয়ে, ভুলে রইলি মায়াঘোরে
একবার ভাবলিনা তুই শেষের দিনে কি হবে উপায়।

পরমাত্মার গুণের খনি, দিয়াছিলেন গুণমনি
গুণ হারাইয়া নির্গুণ হলি, ঠেকলি বিষম দায়।
হারাইলি পরম সুরত, সামনে রয় কঠিন পুলসিরাত
মায়ামোহে পথ ভূলিলি পাপেতে সদায়।

সংসারেতে মজায়া মন, কাঁদিস কেনো ফাঁকির কাঁন্দন
মন মাতঙ্গ প্রমত্ত মন, ডুবে নাছুত দরিয়ায়।
ভজনশূণ্য লাবিব বলে, দিন চলে যায় মায়ার ছলে
দয়াল হিমেল শাহের চরণতলে, পাই যেন আশ্রয়।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 27/05/2025

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles