আপন ফাউন্ডেশন

সংগীত – প্রাণ গেলো মোর বিরহ অনলে

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

প্রাণ গেলো মোর বিরহ অনলে
আমায় সুখের স্বপন দেখাইয়া ফের
অকূলে ডুবালে।

ওরে খালেক মালেক বিন্দু জালাল, তোমার মহিমা
সর্বধারে শ্রীরূপ তোমার নাই কোনো সীমা।
প্রাণে আমার দেখা দিয়ে প্রাণ প্রতিমা
কোথায় হারাইলে।

আমি অহর্নিশি কান্দি বসি বিরহ বদনে
প্রাণেরই আকিঞ্চন রবো, গৌরাঙ্গ মিলনে।
আমার এই সুখ স্বপনের অবসানে
বিরহ আনিলে।

পোহাইলো লাবিবের নিশি, অপেক্ষার প্রহরে
শুকাইলো ফুল পারিজাত, শূণ্য বাসরে।
আমার কাটে যেন শত জনম
এমনি চোখের জলে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 19/05/2025

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles