আপন ফাউন্ডেশন

বাণী – ঐশ্বরিক খেলা

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. প্রাণবন্ধু বিহনে মুহুর্তকালের কাব্য যেনো অনন্তকালের অশ্রুধারায় লেখা হয়।

2. জীবন থাকতে যারা মুক্ত হয়েছে মরন তাদেরকে মুক্তির অনিন্দ্য-সুন্দর প্রাসাদেই পৌঁছে দিবে।

3. আত্মজয় মানেই সর্বজয়। যিনি আত্মজয় করেছেন তার জয় করবার আর কিছুই বাকী থাকে না।

4. একমাত্র উন্মাদনাই তোমাকে ভালোবাসার দ্বারে পৌঁছে দিতে পারে। যথার্থ ভালবাসার অনুশীলনে উন্মাদনাময় হয়ে ওঠো।

5. ভালোবাসার পৃথীবি তো এক অন্য জগৎ। যেখানে সদায় বিরাজ করে মহিমাময় প্রেমের এক অনন্য অফুরন্ত উন্মাদনা।

6. আপন-হারা হলেই ফিরে পাওয়া যায় আপনাকে।

7. নিজেকে অবদমনের সকল ইতিহাস ভূলে অনুভব করো এক নতুন জগৎ। যেখানে কেউ নেই, কিছুই নেই, আছে শুধু প্রেম, আছে উন্মাদনা।

8. আধ্যাত্মিকতা এক ঐশ্বরিক খেলা। যেখানে জিততে হলে নিজেকে পূর্ণ সমর্পন করতে হয়।

9. নিজেকে সমর্পিত করো একমাত্র ভালোবাসার কাছে।

10. আমিতো মহাসমুদ্র। এ দেহ যেখানে বুদ্বুদ মাত্র।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles