পত্রিকা – মারেফতের বাণী সমূহ

1. যিনি পরকালের খবর ইহলোকের মানুষদের দিতে পারেন, তিনিই মুর্শিদ।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী

2. চির মুক্তি পাবি যদি, কায়মনে তুই মানুষ হ।
– হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী

3. যদি নিত্যধামে যেতে থাকে বাসনা, অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না।
– হযরত খাজা রজ্জব দেওয়ান আল চিশতী নিজামী

4. অচেনারে চিনতে হলে রে, বসো চেনা লোকের সনে
আল্লাহর আশেকান, বসো অলী আল্লাহর ধ্যানে।
– হযরত খাজা রজ্জব দেওয়ান আল চিশতী নিজামী

5. বেদ কোরান বাইবেল গীতা, সকলের মূল মুর্শিদ তোমার
ভজন করো তার রে মন, ভজন করো তার।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

6. মানুষ নিজেকে চিনতে পারলে তার স্রষ্ঠাকে চিনতে পারতো।
– হযরত মুহিউদ্দীন ইবনুল আরাবী

7. যদি তাওহীদ সাগরে নিজেকে ফানা করে ডুব দিতে পারো, তবেই সারাজিবনের মতো তুমি সেই মাশুক আল্লাহকে পাবে।
– হযরত জালালউদ্দিন রুমী

8. ইশকের বেদনা, জ্বালা যন্ত্রণা হাসিমুখে বরণ করে নিতে না পারলে পরমের দর্শন হয় না।
– হযরত আমীর খসরু

9. মুহাম্মাদ এবং আহাম্মদ দুটি নামে প্রভুর গোপন ভেদ নিহিত আছে। প্রভুর ভালোবাসায় তুমি সদা সিক্ত। তোমার অস্তিত্বের জন্যই সকল সৃষ্টি।
– নূরুদ্দিন মুহাম্মদ জামি

10. যারা আদম কাবায় আল্লাহকে সেজদা করছে তারাই আল্লাহর বান্দা। তাদের সেজদাই কবুল হচ্ছে।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী

11. যদি তোমার খোদা জ্ঞান তোমার অস্তিত্বকে ভুলাইয়া না দেয়, তবে সে জ্ঞান হতে অজ্ঞানতাই শ্রেয়।
– হযরত হাকীম সানায়ী

12. কে ভগবান? আত্মজ্ঞান!
– কাজী নজরুল ইসলাম

আপন খবর