আপন ফাউন্ডেশন

২ – দম নহে বাতাস

Date:

Share post:

ফকির আতিকুর রহমান চিশতী

দম নহে এই বাতাসের নাম
দমের টানেই বায়ু চলে,
হাইউন দমে পরোয়ারে
খেলছে খেলা সরোবরে।

নিস্তি হতে হাইউনের দম
দরিয়াতে হয় সিন্ধু দম,
মৌজ হোবাবে হয় বিন্দু দম
বোরখায় আদম চেতন করে।

ইদম দমে টানিল দম
বায়ু চালায় চঞ্চলা দম,
জাহানী অজুদে হরদম
বইছে বাতাস ‘হু’ এর সুরে।

আগুন পানি মাটির ভাগ তার
আট ভাগে তা চব্বিশ হাজার,
বায়ুতে হয় খেলাফত যার
দম সাধনা সেই তো করে।

ফকীর আতিক বলে ভাঙনের পাড়
এক দম হলো চারটি আকার,
অখন্ড দম সিদ্ধি হয় যার
সে কি মরার দেশে ঘুরে।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles