লাবিব মাহফুজ
আজ প্রভু পড়েছ ধরা
লুকাবে আর কোন দূর বনে,
কোন কাননে আমায় ছাড়া!
আজ প্রভু পড়েছ ধরা।
বিজন বনের লুকোচুরি
ক্ষনে হারাই ক্ষনে ধরি,
এবার মহা বাঁধন এনেছি
হবো না আর তোমায় হারা।
মিলন সুখে রইবে প্রাণে
নয়তো রবে বিরহ সনে,
প্রাণে তোমার সুর সেধেছি
রব নাকো তোমায় ছাড়া।
স্বরণে ঐ রূপ মনোহর
ধিয়ানে ঐ শ্রীরূপ সুন্দর,
হৃদয়ে যতনে বেঁধেছি
কি করে রইবে অধরা?
রচনাকাল – 08/10/2018