অনুকাব্য – প্রেমের খেলায় গেলাম হেরে

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
তোমার কল্যাণকর দৃষ্টি পথে
আপনাকে যেনো আমি করি সুস্থির,
তোমার চরণ শরণ বলয়
যেন হৃদে বাধা থাকে অনন্ত অপার।

2.
চিত্তালোকে মত্ত সুধায়
নিত্য প্রেমের প্রাপ্ত ধন,
অনন্ত যার অশ্রান্ত গতি
সত্যময় সে দীপ্ত প্রাণ।

3.
হৃদয় বিভাবে আজ তোমার অভাব
আমার শূণ্যতায়,
বিভব তোমার সকল বিভূতি স্বভাব
আমার পূর্ণতায়।

4.
অনন্ত রূপ হতে রূপের জ্যোতি
একক রূপেতে সাজিল মানব,
মানব মাঝে তাই নিখিল সৃষ্টি
জগৎ স্রষ্টা হয় মানব স্বভাব।

5.
কঠিন ব্যাথায় হিয়ার তলে
আজো যে গাই তোমার গান,
ভূলতে চাইনা নিমেষ কালও
যদিও বিধে প্রলয় বান।

6.
আমি বিমোহিত ঐ সুরের সুধায়
যে সুর বাজে মোর অন্তরাত্মায়।

7.
সদা চাই ঐ চরণ স্বরণ
প্রাণের বাধন তোমার প্রাণে,
হিয়া-তলের স্বরূপ দলে
তোমায় বসাই সিংহাসনে।

8.
অনল বারি দীলের তলে
সদাই জ্বলে নিশিদিন,
প্রাণের বাধন বুকের বেদন
স্বরণে জাগে অমলিন।

9.
প্রেমের খেলায় গেলাম হেরে
নাই দুঃখ প্রাণে মোর,
তোমায় আমি নাইবা পেলাম
আমায় করে নাও তোমার।

10.
যদি ভালোবেসে থাকি, নাইবা কাছে এলে
ভালোবেসে গড়বো তোমায়, আমার পলে পলে।
নাইবা তুমি এলে –
দূরের সুরে বাজবে বলে, আমার তাতে কিসের হার?
থাকো দূরেই, কন্ঠে তোমার, আমার ছন্দ হোক প্রচার।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর