লাবিব মাহফুজ
গুরুরূপে দিয়ে আঁখি থাকে যেজন নিরালায়
চক্ষু তাহার হয় সুশীতল, মেরাজ হয় তার দীল কাবায়।
মেরাজ মানে উর্ধ্বগমন, মাশুক সনে প্রেমালিঙ্গণ
দুই ধনুকে নাই ব্যাবধান, ধ্যানচক্ষে সে হয় উদয়,
সে রূপ পানে রেখে নয়ন, আশেক জনার মেরাজ হয়।
যাবি যদি মেরাজে মন, গুরুরূপে রেখ নয়ন
বাইতুর রহমান তারই আসন, প্রভূগুরু মূর্তময়,
লাবিব কান্দে গুরু পদে, দাও চরণে মোর আশ্রয়।
রচনাকাল – 10/04/2019