লাবিব মাহফুজ
যেমন করিয়া খুঁজে চাতকিনী মেঘ
আকুলীনি চাঁদ চাহে নীরনিধি পানে,
তেমনি আমিও ওগো সন্ধ্যাতারার মতো
খুঁজিয়া ফিরি তোমায়, আমার বাতায়নে!
সমত্ত জোয়ার ডাকি কহে বারে বারে
মনে হয় সেও বুঝি খুঁজিতেছে মোরে!
গগনে গলিছে সোনা রোদের পাথার
সূর্যমুখী চেয়ে আছে নীল পারাবার,
দখিনে হাস্নাহেনা, ফাগুন সমীরে
চিরকাল খুঁজে তারা, একে অপরেরে!
হিজল, তমাল তলা, রাখালের বাঁশি
যমুনার ঘাট হৃদে উঠে ছলছলি,
নিরবধী খুঁজে ফিরে বসন্ত মুকুল
শাখে শাখে কোকিলের কলকাকলী!
খুঁজে ফিরি তারে আমি নয়ন চকোরে
মনে হয় সেও বুঝি খুঁজিতেছে মোরে!
চিরকাল খুঁজিবো গো, “না পাওয়া” আমার
হারাইবো বারে বার, খুঁজিতে আবার!
মোর তৃষিত হৃদয়টারে পূজাপুষ্প করে
তব চরণে অঞ্জলী দিবো, ‘না পাওয়া’ ভোরে!
রচনাকাল – 17/10/2020