লাবিব মাহফুজ
আল্লাহ তোমার লীলা তোমার খেলা
কে বুঝিতে পারে –
মাটি দিয়া বানাইয়া পুতুল
তার ভিতরে দিলা কোন ফুল
বানাইয়া মাকলুক আশরাফুল
পাঠাইলা জাহেরে।
কলিতে আসিয়াও দেহে
সে ফুল গোপনে রহে,
যে চায় দেখিতে পাহে
আপনও একৃীন করে ।
সে ফুল তো সামান্য ফুল নয়
সে ফুলেই মওলার দিদার হয়-
অধম লাবিবের কাটলো না সংশয়
আখি বন্ধ কি মোহেরে।
রচনাকাল – 19/06/2013