আপন ফাউন্ডেশন

কাজী নজরুল ইসলামের বাণী (বিদায় বেলার উক্তি)

Date:

Share post:

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে ধরার আগমন করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। অপূর্ণতার বেদনায় তাঁরই বিগত আত্মা আজো নজরুল প্রেমিকদের স্বপ্নে কেঁদে যায়। কাজী নজরুল ইসলাম এর প্রেম-বিরহ, বেদনা-সুন্দরময় জীবনের ইতিকথা তিনি যেভাবে বাণীর মালা করে গেঁথেছেন, তারই কিছু অংশ আপন খবর এর পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। – কাজী নজরুল ইসলামের বাণী –

১. আমার সুন্দর পৃথিবী- আমার চোখে মলিন হয়ে উঠেছে। আমার চোখের নদী সমুদ্রে গিয়ে পড়েছে।

২. আজ আর আমার মনে কোনো গ্লানি নেই। মৃত্যু লোকের পথ রুদ্ধ হয়েছে, কিন্তু আমি অমৃত-লোকের পথের দিশা পেয়েছি।

৩. আমার বাঁধন-হারা জীবন-নাট্যের একটা অঙ্ক অভিনীত হয়ে গেলো। এরপর কি আছে তা আমার জীবনের পাগলা নটরাজই জানে।

৪. আমায় লোকে ঘৃণা করছে! আহা! আমি ঐ তো চাই। তবে একটা দিন আসবে যে দিন লোকে আমার সঠিক খবর জানতে পেরে দু’ফোঁটা সমবেদনার অশ্রু ফেলবেই ফেলবে।

৫. আমি চাই প্রেমের অঞ্জন আমার এই মনের কালিমা মুছিয়ে দিক।

৬. তুমি আমার বুকে মাধবী রাতে পূর্ণ চাঁদের রূপে উদয় হওনি কোনোদিন। কিন্তু চোখে বাদল রাতের বর্ষা ধারা হয়ে নেমেছ।

৭. আমাকে যেতেই হবে। তোমার এই বুকভরা ভালোবাসার পরিপূর্ণ গৌরব নিয়ে আমায় বিদায় নিতে দাও।

৮. বন্ধু আমি পেয়েছি- যার সংখ্যা আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু। ফুলের সওদার খরিদদার এরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে উঠেনি কেউ। আমার চোখের জলের বাদলা রাতে এরা কেউ এসে আমার হাত ধরেনি।

৯. আর এ পথে আমাদের দেখা হবে না প্রিয়। এবার নতুন করে নতুন পথে নতুন পরিচয় নিয়ে আমরা আমাদের পূর্ণ করে চিনবো।

১০. আমি জানি, আমারও দিন শেষ হয়ে এলো । আমিও বেলা শেষের পূরবীর কান্না শুনেছি।

১১. যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছিনে, আমি আপনাদের ভালবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন।

১২. আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles