লাবিব মাহফুজ
ইসলামের মহা কান্ডারী হও তুমি
আল্লার সিংহ হয় উপাধি তোমার
আল্লাহ ছাড়া কারেও করোনিকো ভয়
বিরত্বে বিশ্ব মাঝে তুমি যে অমর।
রাসুল বলেছে তুমি জ্ঞানের দরোজা
নবীর নন্দীনি জগৎ মাতার স্বামী
তোমার স্তব কেমনে গাহিব এ আমি
শাশ্বত জ্ঞানী তুমি গুপ্ত জ্ঞানের রাজা।
শেষ বিদায়ে তোমার চোখ অশ্রু জল
নির্মম বিদায় বিপথগামীর হাতে
সেই নির্মম বিদায়ে উদ্দীপ্ত আমরা
সত্য প্রচারে শাস্তি নিবো মাথা পেতে।
একটা প্রার্থনা যেনো তোমারে পাই
প্রভূ স্বানিধ্যে থেকে সুখের জান্নাতে।
রচনাকাল – 13/10/2012