লাবিব মাহফুজ
কেন বিধি আমারে, বারে বারে
কোন বাসনায়, ফিরাইলে, পাষাণের দুয়ারে?
নির্জিব অক্ষম, ধরার ধুলায়
করিলে এ হৃদয় কোন ছলনায়
এ কোন তিয়াসা ছিল তোমার যার তরে
মোরে লয়ে এমন নিষ্ঠুর খেলা বারে বারে?
জানি আমি তব চির প্রশান্ত প্রেমের কল্যাণে
জাগতিক মোহপাশে পাঠাইয়াছো মোরে অযুত বন্ধনে।
খেলিতে প্রেমও খেলা অমৃত লীলা
করিয়াছ হৃদয়খানি উন্মাদ উতলা
বিধাতার পরে বিধাতা সম থাকে যদি কিছু ভূবনে
সেইতো প্রেম! যারি লাগি প্রাণ, অস্থির নিশিদিনে!
সৃষ্টি মাঝে গড়িলে সকলি উচ্চে মানব হৃদয়
সে হৃদয় আজি সকলি ছাড়িয়া লুটায় প্রেমের পায়।
জানিনা আমি প্রতারক কিনা
শুধু প্রেমও সুরে বাজে মোর হৃদয় বীণা
মানবের তরে এইকি বিধির নিয়তির নিত্য জয়
তীর্থ সম হৃদয় অবিরাম বহিবে প্রেমের দায়!
এমনি করিয়া কি সৃষ্টিমাঝে মোরে করিলে প্রেমের দাস
তাই যদি হয় ধন্য মানব, মানবের প্রেম অভিলাষ।
ধন্য আমি এ ধরায় ধূলার পরে
বিধাতার স্বরূপ সম প্রেম লয়ে শিরে
যদিও বা কাঁদি, বহে বুকে সদা, দীর্ঘ দুঃখের হাহুতাশ
তাতেই বা কি! বাসনায় তব, প্রেমের হয়েছি দাস!
প্রস্তর সম মোর মানব এ তরী খানি
বুঝি হৃদয়ে ফুটাইলে স্বাধীনতা সুখের অমৃত স্বপন বাণী।
বুঝেছি ভুল, নেই মুক্তি কোথাও হায়
অনন্ত অসীম, অনন্তেই বাধা রয়
দয়াময় যেমন বাধা রয় দয়ার ন্যায়শাস্ত্রের পাত গনি
তেমনি করিয়া জড়াইলে হৃদয়, প্রেমের পর্দা টানি।
অবুঝ এ হৃদয় রহে নিয়তি সম প্রেম পর্দা তলে
অসুখী নহি অক্ষম আমি, আজব বিধাতার প্রেম ছলে!
মোর পরে কি রুষ্ট তুমি তাই
নিয়মে তব মোর নিয়তি, গড়িলে এমন ঠাঁই
ছাড়িলে কিঞ্চিৎ স্বপনও সম জগতের পলে পলে
লইতে খুঁজিয়া প্রেমাস্পদ মোর, প্রেমধারা যার পদতলে।
কেন এ নিঠুর খেলা, খেলা নয় অভিনয়
করে প্রেম দাস, প্রেমাস্পদ হয়ে, লুকাইলে কেন হায়।
একটি মাত্র মোর অবুঝ হৃদয় ছাড়ি
প্রতিজনে রহিলে – হে স্বর্গধারী
চির নিত্য প্রেমধারা উথলিছে সদা, সর্বদিকে সর্বময়
মোরে শুধু একা অকূলে ফেলে, কি মজা লও নিরালায়?
এই কি তব অভিলাষ? চাতক সম আকুল করিয়া মোরে
সাগর মোহনায় দিয়াছো ছাড়ি, শুষ্ক আকাশ হেসে ফিরে!
নিরুপায় আমি মোর নিয়তির করুণায়
রিক্ত এ প্রাণ, বহিতে তব প্রেম দায়
মিটাইতে তব প্রেম তামাশা, ফিরিয়াছি দ্বারে দ্বারে
প্রেমভিক্ষা তরে ঠেকায়েছি মাথা, বহু পাষাণ প্রস্তরে।
প্রেম যদি দিয়াছো মোরে করেছ প্রেমিক এ ধরায়
প্রেম তরে কেনো এত ব্যাথা দাও, ঘুরাও পাষাণের দরজায়?
বুঝেছি আজ ছলনা তোমার
ব্যাথাটুকুই মোর অধিকার
প্রাপ্তি প্রেমের মিলন মধূর লইবে তুমি একেলায়
আমি নিরুপায়, বিরহ ব্যাথাই মোর অভিপ্রায়।
রচনাকাল – 16/02/2016