আপন ফাউন্ডেশন

১৩ – নামাজে হয় দেল নূরানী

Date:

Share post:

ফকির আতিকুর রহমান চিশতী

নামাজে হয় দেল নূরানী রে
খোদার সঙ্গে দেখা শোনা,
কেহ নামাজ বিনা প্রাণবন্ধুরে পায় না।

কালেমা ঈমান ধর মুছুল্লি
ওরে গুরুপদে হয়ে ছাল্লি
বাঁকা পথে মন থাকিলে রে
তোর নামাজ তো হবে কানা।

আম্মারা নফস হইলে তোমার দাস
যাকাত হবে, পাইবে নামাজ
ও তোর সংযমে রোজা বার মাস রে
দেল কাবাতে হও মাওলানা।

ভাড়া মোল্লার পিছন ধরে
ও তুই পড়লি নামাজ বরযখ ছেড়ে
মাওলা নাই তার, সাজ মাওলানা রে
মাকাল ফলে ছাই দেখোনা।

চিনি রয় শরবতে যেমন
তুমি রব্বানী হও রবের মতন
আতিক শাহ কয় কোরান বচন রে
তোর চেহারা আর ভাঙবে না।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles