লাবিব মাহফুজ
ওরে বন্দী হইলাম মায়া জালে
কি হবে শেষেরও কালে
বৃথা কাজে কাটাইলাম জিবন ওরে।
ভক্তের ও লাগিয়ারে দয়াল
কান্দিতেছে দিন রাত্রকাল
ঝড়িতেছে অঝোরে নয়ন,
আমি তবু না চিনিলাম তোরে
মজিলাম মায়ার সংসারে
আপন ছেড়ে পর করিলাম বরন ওরে।
দুনিয়ারো সুখে ভুলে
আমি না বুঝে ডুবলাম অকূলে
আমি ভজিলাম না মুর্শিদের চরণ,
এখন মুর্শিদ যদি কৃপা না করে
কি হবে মোর শেষ বিচারে
কার নামের দোহাই দিবো রে তখন ওরে।
তোমা কৃপা বারি না পাই যদি
কাঁদতে থাকবো নিরবধী
তুমি অকূলের কূল পতিত ও পাবন,
অধম লাবিবের এই শেষ মিনতি
নয়নে দাও প্রেম মুরতী
হয় যেনো সেই শ্রীরূপও দর্শন ওরে।
রচনাকাল – 29/06/2015