লাবিব মাহফুজ
খুঁজলে তারে পাবো কোথায়
সে রয়না কভূ দূরে,
আছে সেতো বর্তমানে
তোর অন্তরে বসত করে।
প্রেমময় প্রেমেরও কাঙাল, প্রেমেরও তরে চিরকাল
তোর হৃদয়ও যমুনা তীরে, সদায় ঘুরে ফিরে।
ডাকে তোরে দিবানিশি, মোহন বাঁশির সুরে সুরে।
হয়ে চির পাষাণ প্রাণ, না করলি তার অন্বেষণ
অন্ধকারে কূল হাতড়ে, জনম গেলো ঘোরে।
তোর অন্তরের প্রভুরে তুই, না রাখলি বাসরে।
আঁখি খুলে আপনার পানে, চেয়ে দেখ দীলের পুষ্পাসনে
অযতনে মনের ঘরে প্রভু বসত করে।
লাবিব বলে সাজাও তারে মনের মতন করে।
রচনাকাল – 30/04/2019