লাবিব মাহফুজ
চাইনা তোমার বেহেশত মাওলা
চাই শুধু তোমারে দয়াল
চাই শুধু তোমারে।
তুমিই দয়াল মাশুক আমার, তোমার তরে সপেঁছি অন্তর
তুমি বিনা অন্য আশা, নাই এ হৃদয় মাঝারে।
আমার স্বর্গসুখের কি প্রয়োজন, দোযখ ভয়ের কি আর কারণ
তুমি যদি থাকো দয়াল, জাগ্রত মোর দীলের ঘরে।
আমি দিন দুনিয়ার সকল ছাড়ি, শুধু তব চরণেতে রইবো পড়ি
অধম লাবিব বলে দিবানিশি, গুরু চরণ সহায় করে ।
রচনাকাল – 20/06/2020