লাবিব মাহফুজ
কাঁদে আসমান কাঁদে জমিন, মরু সাহারায়
ইমাম হোসেন খুনে লালে শহীদ এ ধরায়।
কাঁদে মরু ফোরাত কাঁদে, কাঁদে ত্রিভূবন
কেঁদে কেঁদে দুলদুল দেখো পেরেশান।
ইমাম হোসেন কেন্দে বলে ওগো নানাজান
উম্মত তোমার আমার বুকে চালায় খুন।
নবী আলী মা ফাতেমা কাঁদে সাহারায়
কেঁদে কেঁদে বেহুঁশ আল্লাহ মোয়াল্লায়।
গড়াগড়ী দিয়ে কাঁদে সখিনায়
হাসনা বানু কেঁদে কয় আসগর ফিরে আয়।
আলী আকবর কাসেম আসগর প্রাণের ধন
কেমনে সইবো কলিজায় তোদের খুন।
নবী বংশের নয়ন জলে মরু ভেসে যায়
আলী দুলাল ইমাম হোসেন কাঁদে হায়।
নানাজী নানাজী বলে লুটায় জমিনে
ফোরাত নদী লাল হইলো মোর খুনে।
হায় হোসেন হায় হোসেন রবে কাঁদে দুনিয়া
ইমাম হোসেন যায় দুনিয়া ছাড়িয়া।
শত আঘাত লহুর স্রোতে ভাসিয়া
নানাজী নানাজী বলে কান্দিয়া।
পাঞ্জাতনের পাকতন ইমাম চলে যায়
তারই মাতম ভক্ত প্রাণে বাজে হায়।
রচনাকাল – 10/09/2018