মাওলানা মোফাজ্জল হোসেন ফরিদপুরী
আমাকে পাবো বলে খুজে বেড়াই আমায় আমি
আপন ইস্কে আশেক হয়ে, সদায় থাকি পেরেশানি।
গুপ্তগঞ্জে শান্ত মনে, ছিলাম আমি হু এর সনে
এরাদায় ঘুরে নয় বতুনে, জহুর হই বদন এমকানি।
আমি হই গোপনের গোপন, আমা হতে সকল সৃজন
আমার নূরে সব নূরীতন, আলো আধার দিবস যামী।
জাত সেফাতে হয়ে মিলন, আমি করি প্রেম আস্বাদন
অন্ধে না পেল অন্বেষণ, আত্মতত্ত্বে যে জন ভ্রমি।
হযরত রশীদ শাহ কয় মোফাজ্জলরে, খুদি বদি দাওগা ছেড়ে
ডুবে দেখো রুপ সাগরে, কেবা আমি কেবা তুমি।