আপন ফাউন্ডেশন

প্রবন্ধ – দ্বীনে মোহাম্মদী বা মানব ধর্ম ইসলাম

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

প্রকৃত দ্বীনে মোহাম্মদী তথা মানব ধর্ম ইসলাম যুগে যুগে পরিচালিত হয়েছে জ্ঞানীগণের দ্বারা। যারা নিঃস্বার্থ ভাবে মুক্তির পথ দেখিয়েছে। মানুষকে সিরাতাল মুস্তাকিমের সন্ধান দিয়েছে। তারা নিজেদের জিবন সম্পূর্ণ উৎসর্গ করেছেন ধর্মের জন্য। অলী আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ ফকির দরবেশ দ্বারাই প্রচারিত হয়েছে দ্বীনে মোহাম্মদী তথা মানব ধর্ম তথা ইসলাম।

অপরদিকে মুয়াবিয়া এজিদ প্রবর্তিত মেকী ধর্ম তথা রাষ্ট্রধর্ম বা রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দেশ থেকে দেশান্তরে। তাদের নীলনকশা অনুযায়ী তাদের অভ্যন্তরেই গড়ে উঠেছে একটা যাজক তথা পুরোহিত ধার্মিক শ্রেণী। যারা পুরোদস্তুর আজগুবি প্রাণী! মাদ্রাসা নামক একটা উদ্ভট শিক্ষা ব্যাবস্থা কায়েম করে সেখান থেকে ঝাকমারি কিছু খেতাব উপাধি ঘাড়ে বহন করে এরা সমাজে লিপ্ত হয় মানুষকে এজিদি মতবাদ শেখানোর কাজে। এজিদি মতবাদের মূল কথা যেহেতু বস্তুবাদ, তাই তারাও ওহী কালামের পরোয়া না করে, তাদের গুরুঠাকুর, দাদাঠাকুরদের শেখানো উপায়ে ধর্মের নামে মূলত স্বার্থ উদ্ধার করতে ব্যস্ত।

রচনাকাল – 15/04/2021
লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles