কাঙাল আব্দুর রহমান
ও ভোলা মন, বুঝবি কখন, ভুলে কষ্ট পাইলি এমন
ভুলের সঙ্গে চলন-বলন, বাড়াইলি যন্ত্রনা,
নিজের পায়ে কুড়াল মারা, আজো গেলো না।
কষ্ট পাইতে নষ্ট হইলি, সদায় ভুলের তরী বাইলি
আগুনে দ্বিগুণ পুড়িলি, তবু শিক্ষা হইলো না।
বদ নেশাতে ডুবিয়া মন, সইবি কতো এই জ্বালাতন
অপচয়ে কষ্ট ভীষণ, তাইতে সুদিন আইলোনা।
কাঁদিয়া কয় কাঙাল রহমান, বাঁচাও দয়াল বেনজীর চাঁন
দয়াল বিনে, দোজাহানে, কে আছে আপনা।