লাবিব মাহফুজ
আজি বসি দূর বাতায়নে, তোমারে পড়িছে মনে!
দূর নিশিথের সাথীহারা চাঁদ, দূর সাগরের পাড়ে
একাকী তুমি নিরালায় মোরে ডাকিছ বারে বারে!
তব প্রাণের পরশ এ প্রাণে দিয়ে সূদুর তেপান্তরে
হাতছানি দাও জগতের যত বঞ্চিত প্রেমিকেরে।
তব প্রণয় পরশ লাগি, এ প্রাণ রয়েছে জাগি!
হেথা বসে আমি রচি গান প্রিয় দূরে রেখে তব দিশা
মোর নব নীপমালা তব তরে প্রিয় একান্তে জাগিছে নিশা।
এ বিদিশায় আজ স্বরন পাড়ে বাধিয়াছি আমার আশা
নিকটে নয়, দূরের তোমাতেই নিবারিবো মোর তৃষা।
তোমায় সাজাইব আঁখীনীড়ে, আমার স্বরণ গগন পাড়ে!
আমার বাতায়নে হেরিব তোমায় প্রণয় প্রভাত কালে
হিয়ার বাসরে বসাবো তোমায় আমার জীবন নদীর কূলে।
তুমি রও যত দূরে, দূর শৈল শিরে যুথিকা চাঁপার ডালে
আনিব তোমায় আঁখির পলকে আমার জীবন মরন ভালে।
কেমনে রহিবে দূরে, আমি যে ভালোবাসি তোমারে!
রচনাকাল – 17/10/2017