লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. এটাই দাজ্জালের বিশেষ কৌশল! সে নিজেই মানুষকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করবে!
2. যাত্রী তো সবাই হয়। তুমি বরং হয়ে ওঠো নৌকা! নূহের নৌকা! খোদায়ী প্রেমিকদের স্থান দাও আপন বক্ষে!
3. মুহাম্মদ হয়ে ওঠাতেই মুহাম্মদী দ্বীনের স্বার্থকতা। নিজে মুহাম্মদ না হলে মুহাম্মদের অনুসরণ অর্থহীন।
4. চোখে যে চোখ দেখেনা, সে খোদাকে দেখবে কি করে?
5. আমার ভূবন থেকে আমি খোদাকে বের করে দিয়ে কান্না করি এই বলে যে, খোদা আমাকে তার ভূবন থেকে বের করে দিয়েছে!
6. মানুষ যেদিন মানুষ হবে, খোদাও সেদিন মানুষ হবে!
7. প্রশংসার উর্দ্ধে যে সত্ত্বা, তার প্রশংসা করেই জিবন পার করলে, আর নিজে রয়ে গেলে ঘৃণিত, কদর্য! আহা! যদি নিজে প্রশংসিত হয়ে উঠতে!
8. সবাই ঘুমিয়ে যাক। কিছু স্বপ্নেরা জেগে থাকুক ঈশ্বরের চোখকে জাগিয়ে রাখার জন্য!
9. জাগতিক ন্যায় অন্যায় বা ভালোমন্দ বা সত্য-মিথ্যা কখনোই একজন প্রভুপ্রাপ্ত মানুষকে প্রভাবিত করতে পারেনা। একজন ইনসানে কামিল বা পূর্ণতাপ্রাপ্ত মানুষতো জাগতিক সকল দ্বন্দ্বের উর্ধ্বে সদা চৈতন্যলোক বা ঐশী প্রেমের অমর-লোকে অবস্থান করে।
10. নিয়ত কালো আগুনে পুড়তে থাকা মানুষগুলো আগুনে কাগজ পুড়েনা বলে উল্লাস করে!
লেখক – লাবিব মাহফুজ চিশতী