লাবিব মাহফুজ
এমনি আশেকের ধারা
রহে দিবানিশি রূপ নিহারে
আকুলীনি চাঁদ চকোরা।
আশেক রহে মত্ত হালে, নির্বিকল্প মাশুক সলীলে
তার অন্য ভাবের নাইরে সময়, দয়াল চরণ শরণ ছাড়া।
স্বর্গ লোভ আর নরক ভীতি, তার প্রাণে না রয় একরতি
সে দিন রজনী সদা আকুল, ধরতে প্রাণে মোহন চূড়া।
লাবিব বলে আশেক যে হয়, তার ভিতর বাহির রয় দয়াময়
ডুবে থাকে ভাব সাগরে, এশকের সুধায় মাতোয়ারা।
রচনাকাল – 23/06/2020