সংগীত – মুহুর্তের বিস্বরণ মোরে কাঁদায়

লাবিব মাহফুজ

মুহুর্তের বিস্বরন মোরে কাদায় জন্মান্তর
এ জিবনের সহায় প্রভু, স্বরণও তোমার।

মায়াময় ও – ও রূপ যবে হৃদয়ে উঠে জাগি
মরণ তৃষা তখনই পায় জিবন বারির জলধী।
অনাদী ঐ রাঙা চরণ, হৃদ পদ্মে করিয়া ধারণ
শ্রীরূপ পানেতে চেয়ে রব নিরন্তর।

মোর ধ্যানের ঘরে প্রেমোসুরে, বাজাও নয়ন বীনা
অটল তোমার চরণ যুগল করিব অর্চনা।
এসো প্রভু ক্ষণে ক্ষণে, মোর স্বরনের বৃন্দাবনে
মোহনও মুরারী সুরে, মাতাও চরাচর।

রচনাকাল – 13/11/2018

আপন খবর