লাবিব মাহফুজ
আমি মজনু সম পাগল হবো হে নাথ তোমার তরে
মুনাফিক যে, চায় স্বর্গসুখ- ত্যাজিয়া তোমারে।
আমার ধর্ম কর্ম নাই গো খোদা, নাই ইবাদত বন্দেগী
শুধু জানি তোমার প্রেমেই, কাটবে আমার জিন্দেগী।
আমার দু-নয়নে তোমার ছবি, নিয়ে উঠবো যে রোজ হাশরে।
জানি তোমার বেহেশত দোযখ, আমার জন্য নয়
আমি চাই শুধুগো তোমার দীদার, রূপ জ্যোতির্ময়।
আমি সকল ভূলে দিওয়ানা দীলে, পড়ে র’বো তোমার দরবারে।
রচনাকাল – 05/01/2021